এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: কনকনে শীত ও ঘন কুয়াশার প্রকোপে কাবু হয়ে পড়া শীতার্ত শিশুদের মাঝে উষ্ণতার পরশ ছড়িয়ে দিতে দিনাজপুরের খানসামা উপজেলায় কম্বল বিতরণ করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান।
মঙ্গলবার (২৬জানুয়ারী) মধ্য রাতে উপজেলার পাকেরহাট গুন্দুশাহ পাড়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদেরকে তিনি নিজ উদ্যোগে কম্বল তুলে দেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আমার যাকাতের অর্থে এটি একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। সকল সামথর্যবানরা নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসলে শীতার্ত অসহায়দের দূর্ভোগ অনেকটাই লাঘব হবে।