কলমে- মোল্লা হারুন উর রশীদ, লেখার সময় রাত ৪ টা ১০ মিনিট তারিখ – ২৬/০৮/২২
হৃদয়ের কালো দাগ
কখনো মুছে যায় না।
শিমুল ফুলের হাসি কখনো মরেনা।
শ্যামল ছায়ায় দীপ্ত আলোয়
পদ্ম হাসির ঝিলিক কভু ফুরায় না।
এই অপরুপ পৃথিবীতে
নীলময় বাতাসের ছন্দ কভু ফুরায় না।
দোয়েল কোয়েল শ্যামা শালিক এর
উরন্ত পালকে গতি কখনো কমে না।
ভাঙ্গা মনে তাদের হৃদয়ে
কখনো জোড়া লাগেনা।
ধরলার হাসিতে
ঝর্ণার খুশিতে
ভাঙ্গা মন ভরেনা।
টিয়ে নাচে রংধুনুতে
তবুও কেউ চাহে না।
আষাঢ়ে কাঁদে বাদল
মন মহুয়া মোর করে ছল ছল।