কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
মা ইলিশ সংরক্ষণ কর্মসূচী ২০২১ উপলক্ষে কুড়িগ্রাম জেলা মৎস্য বিভাগের তত্বাবধানে একযোগে কুড়িগ্রাম সদর, উলিপুর, চিলমারী ও চররাজীবপুর উপজেলায় ব্রম্মপুত্র ও ধরলা নদীতে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয়েছে।
কুড়িগ্রাম সদর ও উলিপুর উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল বিনষ্ট, রাজীবপুর উপজেলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১১ হাজার মিটার কারেন্ট জাল বিনষ্ট ৫ জেলেকে ৫ হাজার টাকা জরিমানা আদায়, চিলমারী ও সদর উপজেলা মিলে ১০ টি চায়না দুয়ারী জাল জব্দ ও বিনষ্ট করা হয়েছে।
চিলমারী ও উলিপুর উপজেলার ব্রম্মপুত্র নদীতে যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনার সময় প্রায় ২৫ হাজার মিটার কারেন্ট জাল, ৫ কেজি ইলিশ মাছ ও ২জন জেলেকে আটক করা হয়েছে। ২টি মামলায় জাল বিনষ্ট, ইলিশ মাছ এতিমখানায় বিতরন ও আটক জেলেকে ২ হাজার টাকা জরিমানা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
কুড়িগ্রাম জেলায় ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব ড. অমিতাভ চক্রবর্ত্তীর উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম বুলবুল এর নেতৃত্বে মোবাইল কোর্ট চলাকালে সদর, উলিপুর ও চিলমারী উপজেলায় ২৩ টি পরিবেশ ধ্বংসকারী চায়নাদুয়ারী জাল, ২ হাজার মিটার ইলিশ ধরার ফাঁস জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।
মোবাইল কোর্ট শুরুর পূর্বে সদর ও উলিপুর উপজেলার ইলিশ জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। কুড়িগ্রাম সদর উপজেলায় ৬০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ ও ভুরুঙ্গামারী উপজেলায় ৩২ সেট চায়না দুয়ারী ২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট করা হয়েছে।
২ মামলা দায়ের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। নাগেশ্বরী উপজেলায় ৩টি ইউনিয়নে ১৭০ জন ইলিশ জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ করা হয়েছে। কুড়িগ্রাম সদর ও ভুরুঙ্গামারী উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সদর উপজেলায় ৬০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ ও ভুরুঙ্গামারী উপজেলায় ৩২ সেট চায়না দুয়ারী, ২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট করা হয়েছে।
২টি মামলা দায়ের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। নাগেশ্বরী উপজেলায় ৩টি ইউনিয়নে ১৭০ জন ইলিশ জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ করা হয়। চিলমারী উপজেলার ইলিশ জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
অভিযান চলাকালে সদর উপজেলার পৌর বাজারে পিরানহা মাছ জব্দ করা হয়েছে। অবৈধ জাল গুলো পুড়িয়ে মাছগুলো এতিমখানা ও সরকারি শিশু পরিবারে বিতরণ করা হয়েছে বলে জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও) কালিপদ রায় নিশ্চিত করেছেন।