রংপুর প্রতিনিধি.
মাদক সন্ত্রাস, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ নির্মুলে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে। তাদের ঐক্যবদ্ধভাবে সমাজ বির্নিমানে কাজ করতে হবে।পাশাপাশি কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের এগিয়ে আসতেও হবে। কারন প্রশাসনের একার পক্ষে মাদক সন্ত্রাস বাল্যবিয়ে ও নাশকতামূলক কর্মকান্ড বন্ধ করা সম্ভব না। এজন্য পুলিশিং কমিটির সদস্যদের পাশাপাশি এলাকার তরুণ ও যুব সমাজকে এগিয়ে এসে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

গতকাল বৃহস্পতিবার সকালে রংপুর মহানগরীর ৩২ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ও সমাজ জাগরণ কমিটির আয়োজনে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সমাজ জাগরণ কমিটির সভাপতি মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং রংপুর জেলা ও বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য সচিব সাংবাদিক সুশান্ত ভৌমিক, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুর হমান সাইফ, রংপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এবিএম জাহিদুল ইসলাম,মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের দিদার, মনছুর আলী ওভাসীজের চেয়ারম্যান শাহ ইমরান আলী, কমিউনিটি পুলিশিং কমিটির ৩২ নং ওর্য়াডের সভাপতি মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজ জাগরণ কমিটির সাধারন সম্পাদক শাহাদত হোসেন, কমিউনিটি পুলিশিং ৩২ নং ওয়ার্ড কমিটির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সিকদার,তালুক তামপাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, সাংবাদিক হারুন উর রশিদ সোহেল, ৩২ নং ওয়ার্ড নাগরিক কমিটির সভাপতি রাশেদা বেগম, ধর্মদাস লক্ষনপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান, প্রমুখ। এসময় রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ সুমন, রংপুর মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক বিপ্লব হোসেন,৩২ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সহ-সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সহ কমিউনিটি পুলিশিং কমিটি ও সমাজ জাগরন কমিটির নেতৃবন্দ এবং এলাকার কয়েক শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।বক্তারা আরো বলেন, আজকের তরুণ ও যুবসমাজ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে। এজন্য নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। এতে অনেক বাঁধা-বিপত্তির সম্মুখীন হতে হবে। জীবনকে সুন্দরভাবে তৈরী করার প্রধান অন্তরায় বাল্যবিয়ে, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ। এসব বাঁধা যতই আসুক সেই সব বাধা রুখ দিয়ে এগিয়ে যেতে হবে।সমাবেশে বক্তারা বর্তমান সমাজকে বাল্য বিবাহ,মাদক ও জঙ্গীবাদের হাত থেকে রক্ষা করতে অভিভাবকদের আরো সচেতন হওয়ার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন