জামালপুর প্রতিনিধি ॥
১৪২ জামালপুর-৫ সদর আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র এমপি প্রার্থী রেজাউল করিম রেজনু সিআইপির বিরুদ্ধে মির্জা আজম এমপি কর্তৃক সাম্প্রদায়িক ও উস্কানিমূলক বক্তব্য প্রদানে সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বিনষ্টের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে তমালতলা মোড়ে জামালপুর সদর উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
সড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুদ করিম, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন সবুজ ও দ্বীপক সাহা, শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবউল্লাহ হাবু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নুর হোসেন আবাহনী, ঢাকা মহানগর উত্তর তাঁতি লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান আতিক ও যুবলীগ নেতা সুরুজ্জামান প্রমুখ।
মানববন্ধন থেকে বক্তারা, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপির সাম্প্রদায়ীক উল্কানিমূলক আচরণসহ জামালপুর সদর আসনে নির্বাচনী পরিবেশ বিনষ্টের সকল অপতৎপরতা বন্ধের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সুদৃষ্টি কামনা করেন। একি সাথে নির্বাচনী পরিবেশ অবাদ, সুষ্ঠ ও নিরপেক্ষ রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করার দাবী জানান।