মো: নাজমুল হুদা মানিক ॥
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ময়মনসিংহ বিভাগ, জেলা ও মহানগর শাখার আয়োজনে ১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস পালন উপলক্ষে নগরীর পাটগুদাম ব্রীজ মোড় সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ চত্বরে সকাল ১০টায় আলোচনা সভা, শোভাযাত্রা ও জয়বাংলা চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি জসিম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও ময়মনসিংহ জেলা কমিটির সাধারন সম্পাদক নিহারিকা পারভীন ইভা‘র সঞ্চালনায় অনুষ্ঠানমালার উদ্বোধন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: সোলেমান মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো: সফিউল ইসলাম বাবু। এ সময় বীরমুক্তিযোদ্ধাগন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ময়মনসিংহ বিভাগ, জেলা, মহানগর, সদর উপজেলা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ময়মনসিংহ বিভাগ, জেলা ও মহানগরের উদ্যোগে স্মৃতিসৌধ প্রাঙ্গন থেকে জয়বাংলা চত্বর পর্যন্ত বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *