মাধবী দত্ত
===============
আমাকে পৌঁছাতে হবে…
কবিতার পাহাড়ের চূড়ায়,
সেখানে কবিতাগুলি আমায়…
হাতছানি দিয়ে কাছে ডাকে,
অনেক কবিতা শুচ্ছ দিয়ে মালা গেঁথে,
তৈরী করবো আমি কবিতার মুক্তো মালা,
সেদিন ঝিনুকটা খুলে তুমি দেখনি,
ওর ভেতরে রয়েছে, কবিতার শব্দ ভান্ডার,
একদিন তুমি আমায় করেছিলে অবহেলা,
সুন্দর কে যত্ন করতে তুমি শেখনি,
ঝূটা পাথর ভেবে ছুঁড়ে ফেলেছিলে তুমি,
চেনো নি সে মুক্তো কে,
সৃষ্টি করতে পারনি মালাখানি,
চেয়ে দেখ হৃদয়ের সে সমূদ্র হতে,
তুলে এনেছি শব্দ ভান্ডার,
গেঁথেছি মুক্তো মালা,
নিরাশ করবো না তোমাকে,
দিয়ে যেতে চাই সৃষ্টিকে ৷৷