রুমানা আক্তার মেহেরপুর জেলা প্রতিনিধি
” করবো বীমা গড়বো দেশ, উন্নয়নের বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে (৩ মে) সোমবার বেলা ১১ঘটিকায় প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর মেহেরপুর জেলা শাখার কার্যালয়ে ইফতার মাহফিল ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উন্নয়ন সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন,প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিঃ এর
খুলনা বিভাগীয় ইনচার্জ মোঃ বজলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন
মোঃ জানে আলম, রিজিওনাল কো-অর্ডিনেটর, সার্ভিস সেল অফিস, মেহেরপুর।
মোঃ আব্দুস সালাম, রিজিওনাল কো-অর্ডিনেটর, সার্ভিসসেল, মেহেরপুর।
মোঃ জিয়াউর রহমান, রিজিওনাল কো-অর্ডিনেটর ও ইনচার্জ, সাংগঠনিক অফিস, মুজিবনগর, মেহেরপুর।
মোঃ ইদ্রিস আলী ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ও ইনচার্জ সাংগঠনিক অফিস, কার্পাসডাঙ্গা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা।
মোঃ ইয়াসিন আলী ডিভিশনাল কো-অর্ডিনেটর ও ইনচার্জ, সার্ভিসসেল অফিস, মেহেরপুর এর সভাপতিত্বে এই উন্নয়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স অত্যন্ত লাভজনক, ভরসাযোগ্য এবং ব্যবসা সফল একটি ইন্সুরেন্স।
এখানে গ্রাহকের যেমন সুবিধা তেমন কর্মীদের ও ব্যাপক সুবিধা রয়েছে, যেহেতু প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স দ্রুত চেক প্রদানের সমর্থ রাখে এবং এখানে কোনো ত্রুটি করা হয় না সকল কর্মী এবং অফিসার ভীষণ সৎ এবং তৎপর তাই বর্তমানে মেহেরপুরের জেলায় প্রিমিয়াম অনেক বেশি।
প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্সের সারাদেশে প্রায় পাঁচশ এর অধিক ব্রাঞ্চ আছে।
তিনি আরো বলেন, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স থেকে গ্রাহক লাভবান হয় এবং কর্মীও লাভবান হয়,দেশের অর্থনীতির চাকা সচল হয়।
এটি একটি সম্পূর্ণ ইসলামিক শরীয়াহ মোতাবেক পরিচালিত প্রতিষ্ঠান।
ভরসাযোগ্য ও বিশ্বাসযোগ্য কর্মীদেরকে নিয়ে এই প্রতিষ্ঠানের সমস্ত কাজ।
পরে বিভিন্ন ইসলামী সংগীত পরিবেশন দোয়াও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হয়।
অনুষ্ঠান শেষে গ্রাহকও শুভানুধ্যায়ীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
Mst
Mst sent Today at 9:17 PM