রুমানা আক্তার মেহেরপুর জেলা প্রতিনিধি
মেহেরপুর – চুয়াডাঙ্গা । সড়কের দরবেশপুরে মােটরসাইকেল ও বাঁশ বােঝায় আলগামনের মুখােমুখি সংঘর্ষে রিপন হােসেন ( ২৩ ) নামের এক মাইক্রো বাসের চালক নিহত হয়েছে । শুক্রবার বিকাল পাঁচটার দিকে মেহেরপুর – চুয়াডাঙ্গা সড়কের সদর উপজেলার দরবেশপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে । নিহত রিপন মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের আবদুল হাকিমের ছেলে । স্থানীয়রা জানান , রিপন হােসেন ও তার বন্ধু মামুন মােটরসাইকেলযােগে চুয়াডাঙ্গা যাওয়ার পথে । দরবেশপুর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিকে ছেড়ে আসা বাঁশ বােঝাই স্যলাে ইঞ্জিনচালিত একটি আলগামনের মুখােমুখি সংঘর্ষ হয় । সংঘর্ষে শরীরের মধ্যে বাঁশ ঢুকে ঘটনাস্থলেই রিপন নিহত হয় । আহত মামুনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে । মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।