রুমানা আক্তার মেহেরপুর জেলা প্রতিনিধি

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আলগামন উল্টে ৩ জন আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে, আজ রবিবার (১১ এপ্রিল) সকালে জেলার গাংনী উপজেলার গাংনী- হাটবোয়ালিয়া সড়কের পূর্ব মালসাদহ এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায়, জেলার গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের জাল শুকা থেকে আলগামন চালক মিনারুল ৮ জন যাএী নিয়ে তামাকের কাজের উদ্দেশ্যে একই উপজেলার ধর্ম চাকী যাচ্ছিলেন। চলতি পথে গাংনী-হাটবোয়ালিয়া সড়কের পূর্ব মালসাদহ এলাকায় পৌঁছলে আলগামনের চেইনের ভিতর মিনারুলের লুঙ্গি জড়িয়ে যায় এবং সে নিয়ন্ত্রণ হারিয়ে সবজি বাজারের সন্নিকটে আলগামন উল্টে ফেলে। এ ঘটনায় ৩ জন আহত হয়েছে বলে জানা গেছে।
আহত ৩ জন হলেন, জাল শুকা গ্রামের রবকুল হোসেনের ছেলে আলগামন চালক মিনারুল (৩৫), আলতাফ হোসেনের মেয়ে জেসমিন আরা (৩২) ও সিদ্দিকুর রহমানের ছেলে শাহীন (২৮)। ঘটনাস্থল থেকে আহতদের গাংনী উপজেলা হেলথ্ কমপ্লেক্সে নিয়ে যায় স্হানীয় জনতা। এ সময় জেসমিন আরার অবস্হা আশংকাজনক হওয়ায় তাকে ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *