লালমনিরহাট প্রতিনিধি
ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র অঙ্গ প্রতিষ্ঠান তিস্তা টেকনিক্যাল সেন্টার ফর হিউম্যান ডেভলপমেন্ট লালমনিরহাট এর বাস্তবায়নে মোটর ড্রাইভিং, ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড হাউজ ওয়্যারিং এবং ফ্যাশন গার্মেন্টসে ৪৬জনকে আত্ম নির্ভরশীল করতে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
ইউরোপিয়ান ইউনিয়ন ও পিকেএসএফ’র আর্থিক সহায়তা ও কারিগরি সহায়তায় পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল-ইউরোপিয়ান ইউনিয়ন প্রকল্পের আওতায় (০৩ টি) ট্রেডের ৯০ দিনের ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র, নগদ অর্থ, উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার সমাপনী দিতে ইএসডিও’র লালমনিরহাট ভোকেশনাল ট্রেনিং সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইএসডিও’র লালমনিরহাট জেলার জেলা ফোকাল ও জোনাল ম্যানেজার মোঃ বজলার রহমান, মোঃ আব্দুর রাকিব জয়, সমন্বয়কারী (এমআইএস) ইএসডিও- পিপিইপিপি-ইইউ প্রকল্প, মোঃ জিকরুল হক, প্রোগ্রাম অফিসার (লাইভলীহুড), ইএসডিও- পিপিইপিপি-ইইউ প্রকল্প, মোঃ মাহাবুবুর রহমান, কারিগরি কর্মকর্তা (পুষ্টি) ইএসডিও- পিপিইপিপি-ইইউ প্রকল্প আরও উপস্থিত ছিলেন টিটিসিএইচডি, লালমনিরহাট প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষকবৃন্দ এবং পিপিইপিপি-ইইউ প্রকল্পের প্রশিক্ষণার্থীবৃন্দ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *