সঞ্জিত ডাকুয়া; বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় অজ্ঞাত নামা এক যুবকের (২৪) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা ১১ টার দিকে চিংড়াখালী ইউনিয়নের জামুয়া গ্রামের মনিন্দ্রনাথ হালদারের বাগানে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে মোরেলগঞ্জ থানার পুলিশ।
এলাকাবাসী জানায়, গাছের সাথে বাঁধা ওই যুবকের পরনে ছিল কালো রংয়ের প্যান্ট । এছাড়া মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। মরদেহটির কিছুটা দুরে গাছের ডালে রক্ত মাখা গেঞ্জি দেখতে পাওয়া যায় ও জামা ফেলানো ছিল লাশের অনেকটা দুরে। তাছাড়া দুর্বৃত্তরা পানি দিয়ে মৃত দেহটির শরীরের রক্ত ধুয়েছিল বলে ধারণা করা হয়েছে।
এব্যাপারে মোরেলগঞ্জ থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, ২৪ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে হিন্দু ধর্মাবলম্বী বলে ধারনা করা হচ্ছে। এখনো তার নাম পরিচয় জানা যায়নি। আলামত দেখে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে এ কর্মকর্তা জানান। বাগানে গাছের সাথে ঝুলানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।