এস.এম. সাইফুল ইসলাম কবির:বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইসলামিয়া সিনিয়র আলীম মাদ্রাসা চত্বরে অবৈধ দোকান নির্মান ও দোকানে বিভিন্ন লোকজনের আনাগোনার কারনে শিক্ষার পরিবেশ বিঘিœত হচ্ছে। মাদ্রাসার ম্যানেজিং কমিটির দোকানটি অপসারণে নোটিশ দিলেও কোন কাজ হয়নি।
অভিযোগে জানা গেছে, ইউনিয়নের মঙ্গলেরহাট এলাকার জনৈক তাওহিদ শেখ মাদ্রাসা চত্বরের খালের পাড়ে অবৈধ স্থাপনা দোকান ঘর নির্মান করে দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছে। এ দোকানে সকাল থেকে রাত অবধি বিভিন্ন পেশার নানা বয়সের লোকজন আসা যাওয়া করে। আডডা দেয়। আর এ পথেই যাতায়াত করে মাদ্রাসাগামী শত শত শিক্ষার্থী। অনেক শিক্ষার্থীরাও ক্লাশ ফাঁকি দিয়ে দোকানের আশে পাশে ঘোরাফেরা করে। যার কারনে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ তথা শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে। চলাফেরায় মহিলা শিক্ষার্থীদের সংকোচে পড়তে হয় ।
মাদ্রাসার অধ্যক্ষ আকরাম হোসেন শেখ বলেন, শিক্ষা মন্ত্রনালয়ের সর্বশেষ পরিপত্র অনুযায়ী দোকান মালিককে ঘরটির অপসারণের জন্য নোটিশ করা হয়েছিল। কিন্তÍু দোকান মালিক সে নোটিশের কোন তোয়াক্কা করেনি। মাদ্রাসা কমিটির সাবেক সভাপতি মো. আবুল বাশার বলেন, ৭/৮ মাস পূর্বে অবৈধভাবে ওই দোকানঘরটি নির্মাণের সময় তিনি সভাপতি হিসেবে বাঁধা দিলেও কোন কর্নপাত করেনি। দোকান মালিক তাওহিদ শেখ বলেন, তিনি কোন মাদ্রাসার জমিতে দোকানঘর নির্মাণ করেননি। তার পৈত্তিক সম্পত্তিতে ঘর তুলেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান বলেন, মাদ্রাসা চত্বরে দোকান নির্মানের বিষয়টি তিনি অবহিত নয়। তবে, সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের জমিতে কোন প্রকার ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করা যাবে না। বিষয়টি খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। #