ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার :
মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৪৫৩ এর আগামী ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সম্মেলন সফল করার লক্ষ্যে ৩০ জানুয়ারি সন্ধ্যায় শহরের কোর্টরোডস্থ কার্যালয়ে এক কর্মীসভা অনুষ্টিত হয়। জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি সোহেল আহমেদের সভাপতিত্বে অনুষ্টিত কর্মীসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস। রিকশা শ্রমিকনেতা মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্টিত কর্মীসভার শুরুতে সদ্যপ্রয়াত মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৩০৫ এর সহ-সভাপতি আব্দুল আজিজ প্রধানের অকাল মৃত্যুতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৩০৫ এর সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া, রিকশা শ্রমিক ইউনিয়নের কালেঙ্গা আঞ্চলিক কমিটির সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ মোস্তফা মিয়া, আমির হোসেন, দুলাল মিয়া, জসিম মিয়া, মালু মিয়া প্রমূখ। সভায় সম্মেলন উপলক্ষে প্রকাশিত প্রচারপত্র সর্বস্তরের রিকশা শ্রমিকদের নিকট বিলি বন্টনের মাধ্যমে গণসংযোগ ও গণচাঁদা উত্তোলন করার জন্য টিম করে দায়িত্ব বন্টন করা হয়। এছাড়া আগামী ৯ ফেব্রুয়ারি জেলা শহরে এবং ১৩ ফেব্রুয়ারি কালেঙ্গায় সম্মেলনের প্রচার মিছিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উল্লেখ্য, আগামী ১৬ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ২টায় মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সম্মেলন অনুষ্টিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক শ্রমিকনেতা প্রকাশ দত্ত এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক জয়দীপ দাস চম্পু ও মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক।
সভা থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো, বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, বর্তমান বাজারদরের সাথে সংগতিপূর্ণভাবে ন্যায্য ভাড়ার তালিকা প্রদান, শহরের সুবিধাজনক স্থানে স্থায়ী স্ট্যান্ড স্থাপন, রিকশা শ্রমিকদের উপর জুলুম অত্যাচার বন্ধ, স্বল্পমূল্যে রেশনিং চালু ও শ্রীমঙ্গলে স্থায়ী শ্রম আদালত স্থাপন করার দাবি জানানো হয়।