ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার ::
মৌলভীবাজারে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জোনাল অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে আজ ৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ১১টায়। মৌলভীবাজার জোনাল অফিসের নির্বাহী প্রকৌশলী শেখ নাছিম রেজার সভাপতিত্বে শহরের ক্লাব রোডের উত্তর পাশের্^ (পৌর সেবক কলোনীর সন্নিকটে) এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। এসময় জেলা প্রশাসক মো: কামরুল হাসান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. ফিরোজ, পৌর মেয়র মো: ফজলুর রহমান, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী’র সভাপতি মো: কামাল হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।