ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার ::
মৌলভীবাজার জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন প্রদান করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব কে এম শহীদ উল্ল্যা এর স্বাক্ষরিত মৌলভীবাজার জেলা কমিটি গত কাল বৃহস্পতিবার অনুমোদন প্রদান করেন। বাংলাদেশ আওয়ামীলীগ এর সহযোগী সংগঠন শেখরাসেল মৌলভীবাজার কমিটির মাধ্যে সভাপতি এডভোকেট পার্থ সারথী পাল, সাধারণ সম্পাদক মো. র“হেল সহ মোট ৭১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। সেই সাথে জেলার প্রতিটি উপজেলা কমিটি, পৌর কমিটি ও কলেজ কমিটি ভেঁঙ্গে নতুন কমিটি প্রদান এর জন্য নির্দেশ প্রদান করা হয়।