mail-google
ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার ::
“অতীতকে জানবো, আগামীকে গড়বো”-এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে বিশ্ব স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে আজ ৮ সেপ্টম্বর বৃহষ্পতিবার। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো শোভাযাত্রা ও আলোচনা সভা ইত্যাদি কর্মসুচি গ্রহন করে। কর্মসূচির শুরুতে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে জেলা প্রশাসক মো: কামরুল হাসান এর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে এম. সাইফুর রহমান অডিটরিয়ামে পৌছে শেষ হয়। এরপর এম. সাইফুর রহমান অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুকুর রহমান শিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: কামরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আজিজুর রহমান, পৌরমেয়র মো: ফজলুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: খায়রুল আলম। বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, সাবেক মহিলা সংসদ সদস্য বেগম হোসনে আরা ওয়াহিদ, আমিরুল ইসলাম, সৈয়দ নওশের আলী খোকন, ব্র্যাক প্রতিনিধি আরিফুর রহমান প্রমুখ। বক্তারা জাতিকে নিরক্ষরতা মুক্ত করতে দেশের সচেতন নাগরিক সমাজকে এগিয়ে আসার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *