ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার ::
মৌলভীবাজারে তত্ত্বাবধায়ক সরকার প্রণীত দুদক আইন পুনর্বহালসহ বিভিন্ন দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে দূর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম ও এর অঙ্গ সংগঠনের অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হবে আগামী ১৩ অক্টোবর বৃহষ্পতিবার। গতকাল ৮ অক্টোবর শনিবার বিকালে ফোরামের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সভায় এ কর্মসূচি ঘোষনা করা হয়। দূর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের জেলা সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক শ. ই. সরকার জবলু’র সভাপতিত্বে ও জেলা সাধারন সম্পাদক জিতু তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মাসিক সভায় বক্তব্য রাখেন- জেলা সহ- সম্পাদক ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক মশাহিদ আহমদ, জেলা সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার, জেলা অর্থ সম্পাদক মির্জা মোঃ আবু জামান, মহিলা সম্পাদক ফাতেমা বেগম পপি, রুবিনা আক্তার, দূর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের জেলা সভাপতি ময়নুল ইসলাম রবিন, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন পাবেল, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইযুম, সহ-সম্পাদক সাংবাদিক মাহমুদ এইচ খাঁন, ওমর ফারুক নাঈম প্রমুখ। কেন্দ্রীয় কর্মসৃচির অংশ হিসাবে তত্ত্বাবধায়ক সরকার প্রণীত দুদক আইন হুবহু পুনর্বহাল, সরকারের প্রথম শ্রেনীর কর্মকর্তা-কর্মচারীদের বিষয় সম্পদের হিসাব অবিলম্বে সরকারের নিকট দাখিল, বাংলাদেশ ব্যাংকের কোটি কোটি টাকা লুন্ঠনকারী সাগর চোরদের অবিলম্বে গ্রেফতার ও তাদের সম্পত্তি বাজেয়াপ্তকরণ, বেসিক ও হলমার্ক গ্র“পের ৮ হাজার কোটি টাকা ঋণ কেলেংকারীর হোতাদেরকে গ্রেফতার ও দৃষ্টান্তমৃলক শাস্তি নিশ্চিতকরন, বিভিন্ন ব্যাংকের ঋন খেলাপীদের ৪১ হাজার কোটি টাকা মওকুফের প্রক্রিয়া বন্ধ করে ওই অর্থ উদ্ধারকরণ, বিদ্যুৎ ও গ্যাস সেক্টরে ভর্তুকী এবং গ্যাস ও বিদ্যুৎতের মূল্য বৃদ্ধি বন্ধকরণের দাবীতে সকাল ১১টায় সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে একযোগে এ অবস্থান ধর্মঘট পালন করা হবে।