moulvibazar-waj-mahfil

ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার :: মৌলভীবাজারে প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী স্মরণে খতমে কোরআন ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল ১৮ ফেব্রুয়ারী শনিবার দুপুর ২টা থেকে মধ্যরাত পর্যন্ত। হযরত সৈয়দ শাহমোস্তফা (রহ:) ইসলামী যুবসংঘের উদ্যোগে হযরত সৈয়দ শাহমোস্তফা (রহ:) দরগাহ শরিফের মোতাওয়াল্লী সৈয়দ খলিলুল্লাহ ছালিক জুনেদ, চুবড়া জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী ও বর্তমান উপদেষ্টা আলহাজ্ব মো: শামছুল ইসলাম, ১১নং মোস্তফাপুর ইউপি চেয়ারম্যান মো: তাজুল ইসলাম তাজ, মেহেরজান বিবি রহমানীয়া দাখিল মাদ্রাসার তত্ত্বাবধায়ক হাফিজ আবুল হোসেন খান, কাশীনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি, প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর ভাই সৈয়দ মোস্তাক আলী, রঘুনন্দনপুরের বিশিষ্ট মুরব্বী হজী শেখ তোয়াব উল্লাহ, জেলা অটোমোবাইল ওয়ার্কশপ মেকানিক ইউনিয়নের সভাপতি মো: আব্দুর রব ও বিশিষ্ট সমাজসেবক সৈয়দ আব্দুল মন্নান খসরুর সভপাতিত্বে চুবড়া-রঘুনন্দনপুর সৈয়দ আশরাফ আলী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত খতমে কোরআন ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিটিভি’র প্রেসিডেন্ট গোল্ডকাপ ক্বিরাত প্রতিযোগীতার বিচারক মন্ডলীর অন্যতম সাবেক সদস্য ও মৌলভীবাজার কালেক্টরেট মসজিদের ইমাম হযরত মাও: ক্বারী মুতিউর রহমান। বিশেষ অতিথি হিসাবে কিয়ামতের বিভীষিকা বিষয়ে বয়ান পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রখ্যাত মুফাচ্ছিরে কোরআন, বিটিভি ও বৈশাখী টিভি’র ধর্মীয় আলোচক এবং কুমিল্লার ফাতেহাবাদ দরবার শরীফের খলিফা হযরত মাও: শাহ্ ফয়ছল আহমদ হেলালী। প্রধান বক্তা হিসাবে শানে সাহাবা বিষয়ে বয়ান পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত মুফাচ্ছিরে কোরআন হযরত মাও: জাফর আহমদ হেলালী। প্রধান আলোচক হিসাবে নবীজীর শান মান বিষয়ে আলোচনা পেশ করেন উলুয়াইল ইসলামীয়া আলীম মাদ্রাসার সহকারী মৌলভী হযরত মাও: মুফতি ফারুক আহমদ ও প্রধান আকর্ষন হিসাবে পিতা-মাতার প্রতি সন্তানের কর্তব্য বিষয়ে বয়ান পেশ করেন বাহারমর্দন, রংদাশ পীর মোহাম্মদ জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাও: আছহাব আলী আনছারী। এছাড়াও বিভিন্ন বিষয়ে বয়ান পেশ করেন আমন্ত্রিত উলামায়ে কেরাম মেহেরজান বিবি রহমানীয়া দাখিল মাদ্রাসার সুপার হযরত মাও: সিদ্দিকুর রহমান, ইসলামবাগ আল ফাতা জামে মসজিদের খতিব হযরত মাও: গউস উদ্দিন, হযরত সৈয়দ শাহমোস্তফা (রহ:) দরগাহ মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাও: হাফিজ মির্জা শামীম আহমদ এবং বায়তুর রহমত পাঞ্জেগানা মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার ইমাম হযরত মাও: আমির উদ্দিন। উক্ত খতমে কোরআন ওয়াজ ও দোয়া মাহফিলে সাংবাদিক, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজের ছাত্র-শিক্ষক, ব্যবসায়ী, সমাজসেবীসহ বিভিন্ন শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসলমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন