ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার ::
মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে গতকাল ১৫ আগষ্ট সোমবার। দিবসটি উপলক্ষে এদিন সকালে জেলা অওয়ামীলীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকিৃতিতে পুস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসন, জেলা পরিষদ, পৌরসভা, জেলা আওয়ামীলীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বাংলাদেশের ওয়ার্কাস পার্টি মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দ। পরে এক শোক র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। স্থানীয় সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীনের উদ্যোগে তাঁর বাসভবনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল এবং দুপুরে এম সাইফুর রহমান অডিটরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ¦ আজিজুর রহমান, সাবেক সংসদ সদস্য বেগম হোসনে আরা ওয়াহিদ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নেছার আহমদ, পৌরমেয়র ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাসুকুর রহমান সিকদার ও দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী’র সভাপতি কামাল হোসেন। এছাড়া জেলার সকল মসজিদ, মন্দির ও গীর্জায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।