ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার :: মৌলভীবাজারে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র দশম জেলা সম্মেলন শুরু হয়েছে গতকাল ২৯ সেপ্টেম্বর বৃহষ্পতিবারদুপুরে। দুইদিন ব্যাপি এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি, সংগঠনের উপদেষ্ঠা মন্ডলীর অন্যতম সদস্য ও সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান খান। জেলা কমিটির সভাপতি খন্দকার লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলিশেষ ঘোষ বলুর পরিচালনায় পৌর জনমিলন কেন্দ্রে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনে জেলার বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন। পরে দলীয় পতাকা হাতে নিয়ে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পৌর জনমিলন কেন্দ্রে এসে শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি মঞ্জুরুল আহসান খান বলেন- নীতিহীন রাজনীতির সুযোগে অন্ধকারের অপশক্তি মাথাচাঁড়া দিয়ে উঠেছে। সা¤্রাজ্যবাদ, পুঁজিবাদের লুটপাট কন্ঠ আর সাম্প্রদায়িক জঙ্গি শক্তির উত্থান ঘটছে। এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রূখে দাঁড়ানোর আহবান জানান তিনি।