ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ ১৯ আগষ্ট শনিবার দুপুরে পৃথক পৃথকভাবে দ্বিধাবিভক্ত মৌলভীবাজার জেলা বিএনপি’র নাসের গ্রুপ শহরের ফায়ার এন্ড আইস রেষ্টুরেন্টে এবং খালেদা গ্রুপ পৌর মিলনায়তনে একই সময়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। শুরুতে এক বর্ণাঢ্য র্যালী শেষে জেলা বিএনপি’র নাসের গ্রুপের জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ ফয়ছল আহমদের সভাপতিত্বে ও সেকুল ইসলামের সঞ্চালনায় ফায়ার এন্ড আইস রেষ্টুরেন্টে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সাংসদ এম. নাসের রহমান। বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, সহ-সভাপতি আব্দুল মুকিত, প্রথম যুগ্ন সাধারন সম্পাদক আনোয়ার আক্তার শিউলী, সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাউর রহমান, দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম. নাসের রহমান বলেন- ৫ জানুয়ারীর অবৈধ নির্বাচনের মত নজিরবিহীন ইতিহাসের মাধ্যমে আওয়ামীলীগ ক্ষমতায় এসেছে। এ সরকার পুলিশ বাহীনিকে ব্যবহার করে ক্ষমতায় টিকে রয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ৩০-৩৫টি আসনও পাবেনা আওয়ামীলীগ। তিনি আরো বলেন- প্রধান বিচারপতি দেশে আইনের শাসন বলবৎ রাখবেন। অথচ তার আজ নিরাপত্তা নেই। প্রধান বিচারপতিকে একাধিক বার রাষ্ট্রপতির বাসভবনে নিয়ে পদত্যাগ করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। সভায় অন্যান্যদের মধ্যে টিপু আহমদ, মিলাদ আহমদ, সুমন আহমদ, সুহেল আহমদ, বদরুল আহমদ, রাব্বি আহমদ, সাহিন, রুমেল, সুবেদ, মুক্তার, হেলাল, জামাল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।