mail-google

ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার ::
মৌলভীবাজার পৌরসভার কোরবানীর পশুর হাটে জাল নোট সনাক্তকরন বুথ স্থাপন করেছে সোনালী ব্যাংক লি:। গতকাল ১০ সেপ্টেম্বর শনিবার বিকেলে। মৌলভীবাজার স্টেডিয়াম এলাকায় পৌরসভার কোরবানীর পশুর হাটে সোনালী ব্যাংক লি: মৌলভীবাজার এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার এইচ এম মুশতাক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ জাল নোট সনাক্তকরন বুথ উদ্বোধন করেন সৈয়দা সায়রা মহসীন এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মাসুকুর রহমান শিকদার। প্রধান অতিথি সৈয়দা সায়রা মহসীন এমপি তার বক্তব্যে জাল নোট সনাক্তকরন বুথ স্থাপন করার জন্য সোনালী ব্যাংকের প্রশংসা করেন এবং এর সুবিধা গ্রহণের জন্য জনসাধারণের প্রতি আহবান জানান। পরে জাল নোটের ওপর একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *