আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজারঃ বেসরকারি কলেজ সরকারিকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে ডিড অব গিফট (হস্তান্তর দলিল) সম্পাদনের জন্য সারাদেশে ২৮৫ কলেজের সাথে মৌলভীবাজারের ৫ কলেজকেও নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।গত ২০ এপ্রিল এক আদেশে জরুরি ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সচিবের বরাবর রেজিস্ট্রি করা দানপত্র দলিল (ডিড অব গিফট) পাঠাতে নির্দেশ দেওয়া হয়। সবকটি কলেজের অধ্যক্ষ, সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) এ নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

মৌলভীবাজার জেলায় তালিকায় থাকা ৫টি কলেজ হচ্ছে, কুলাউড়া ডিগ্রী কলেজ,বড়লেখা ডিগ্রী কলেজ,রাজনগর ডিগ্রী কলেজ,তৈয়বুন্নেছা খানম একাডেমী ডিগ্রী কলেজ,কমলগঞ্জ গণ মহাবিদ্যালয় (অর্নাস কলেজ) ।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র মতে, যেসব উপজেলায় সরকারি কলেজ নেই, সেগুলোতে একটি করে কলেজ সরকারি করার পরিকল্পনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত হয়েছে। এসব কলেজের আত্তীকৃত হওয়া শিক্ষকরা আপাতত অন্য কলেজে বদলি হতে পারবেন না।

মন্ত্রণালয় ও মাউশি সূত্র জানায়, বর্তমানে সরকারি কলেজ ৩২৭টি। নতুনগুলো সরকারি হওয়ার পর এ সংখ্যা দাঁড়াবে ছয় শতাধিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *