রাণীশংকৈল (ঠাকুরগাও) সংবাদদাতা ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলার ৪৭নং মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে ১৭ই জানুয়ারী বিক্ষোপ মিছিল করেন অভিভাবক ও এলাকাবাসি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন করা হয়েছে। এলাকাবাসির পক্ষে প্রণয় কুমার রায় তাঁর বক্তব্যে বলেন, উক্ত বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী পদের প্রার্থী মোঃ সাদেক জামানকে নিয়োগ দেওয়ার কুমতলবে তার বড় ভাই জিল্লুর রহমান ম্যানেজিং কমিটির সভাপতি হয়েছেন। মর্মে বর্তমান পকেট কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন’র দাবি জানান তিনি। এ ব্যাপারে উপজেলা নিবাহী অফিসার ও জেলা প্রশাসক ঠাকুরগাও, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষক, ৪৭নং মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বরাবরে অনুলিপি পেশ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জামালউদ্দিন চৌধুরী বলেন, একটি অভিযোগ পেয়েছি বিষয়টি খতিয়ে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন