মো নাজমুল হুদা মানিক \ ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতার ঘোষনাপত্র দিবস পালিত হয়েছে। ১০ এপ্রিল  বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এদিনে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকার গঠিত হয়।

এর ধারাবাহিকতায় ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায় এই সরকার শপথ গ্রহণ করে। স্বাধীনতার ঘোষণাপত্র দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে ১০ এপ্রিল  সন্ধ্যা ৬টা৪৫ মিনিটে ময়মনসিংহ সার্কিট সংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুড়ালে মোমবাতি প্রজ্জ্বলন এর মাধ্যমে কর্মসুচী পালিত হয়েছে।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর নেতৃত্বে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচীতে জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট পীযুষ কান্তি সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফকরুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম রাসেল ভিপি রাসেল, যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান বাবু, বন ও পরিবেশ সম্পাদক মিরন চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজ বাশার ভাষানী,  জেলা যুব লীগের যুগ্ম আহবায়ক শাহ শওকত ওসমান লিটন, জোলা যুবলীগের সদস্য মানিকুজ্জামান মানিক, গোলাম মেহেদী হাসান, বঙ্গবন্ধু শিশু একাডেমি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অধ্যাপক দিলরুবা সারমীন, সাধারন সম্পাদক কবি শরিফুল ইসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তালুকদার,  বাংলার মুখ ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার জাহান মুকুল, বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ সদর উপজেলা শাখার সভাপতি খন্দকার আব্দুল হাই  সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন