মো: নাজমুল হুদা মানিক ॥
ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন উপলক্ষে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৭ এপ্রিল দুপুর ১২ টায় টাউনহল প্রাঙ্গনে জমায়েত, আলোচনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচী পালিত হয়েছে। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর নিদের্শনায় এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক ইউসুফ খান পাঠান, সহসভাপতি এডভোকেট সাদেক খান মিল্কী টজু, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জাহান মুকুল, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ দীন ইসলাম ফকরুল, ত্রান ও সমাজ কলান সম্পাদক অধ্যাপক আতিকুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজ বাশার ভাষানী, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রহিম মিন্টু, মহানগর কৃষকলীগের সহসভাপতি নুর আলী তালুকদার সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *