মো: নাজমুল হুদা মানিক ॥ বর্ষিয়ান রাজনীতিবিদ ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের ৫বারের সংসদ সদস্য এম শামসুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মো: মোয়াজ্জেম হোসেন বাবুলের নেতৃত্বে জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ মরহুমের কবরে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় প্রয়াত প্রিয় নেতা এম শামসুল হকের আত্নার শান্তি ও বেহেস্ত কামনা করে করে দোয়া করা হয়। মরহুমের কবর জিয়ারত, পুস্পস্তবক অর্পন ও দোয়া মাহফিলে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জননেতা এডভোকেট মো: মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ন সাধারন সম্পাদক এম এ কুদ্দুছ, শওকত জাহান মুকুল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো: রেজাউল হাসান বাবু, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মো: ইকবাল হোসেন, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহ শওকত উসমান লিটন, জেলা শ্রমিকলীগ নেতা মো: রাকিবুল ইসলাম শাহীন, তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রদীপ কুমার রুনু ঠাকুর, সাধারন সম্পাদক মো: বাবুল মাষ্টার, সহসভাপতি মো: রুবেল চৌধুরী, মো: মোজাম্মেল হক, যুগ্ন সাধারন সম্পাদক মো: শামসুল আলম রাজু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো: জামাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: নজরুল ইসলাম নয়ন, গালাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জিয়া উদ্দিন জিয়া, আওয়ামীলীগ নেতা সেলিম আলমগীর, মো: মাহমুদুল হক নয়ন, তারাকান্দা উপজেলা যুবলীগের আহবায়ক মো: আব্দুল মান্নান, যুগ্ন আহবায়ক বিপ্লব চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। মরহুম জননেতা এম শামসুল হক ছিলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ, ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক। তিনি ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং একবার ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছিলেন। তাঁর পুত্র শরীফ আহমেদ বর্তমানে এই আসনটির সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন। এম শামসুল হক ১৯৩০ সালের ২৯শে জানুয়ারী তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় তিনি ছিলেন আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ এর উচ্চ মাধ্যমিকের ছাত্র। আন্দোলনে যোগ দেওয়ায় তাঁকে ময়মনসিংহ শহরের স্টেশন রোড থেকে গ্রেফতার করে পুলিশ। তিনি এসময় ৬ মাস কারাগারে কাটান। ময়মনসিংহ শহরে প্রথম শহীদ মিনার নির্মাণের সাথে তিনি যুক্ত ছিলেন। ভাষা আন্দোলনের পর তিনি ৬৯ এর গণঅভুত্থ্যান, ৭০ এর নির্বাচন ও ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছেন। ১৯৭০, ১৯৭৩, ১৯৮৬, ১৯৯১ ও ১৯৯৬ সালে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ১৯৮৮ সালে ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন। তিনি ১৯৯৬ সালে পাট মন্ত্রনালয়ে সংসদীয় কমিটির সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুর পর তার পুত্র শরীফ আহমেদ ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসন থেকে দশম ও একাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১৮ সালের মন্ত্রীসভায় শরীফ আহমেদ সমাজকল্যাণ মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। বর্তমানে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর কীর্তিকে স্মরণ করে ময়মনসিংহ শহরের টাউন হল সংলগ্ন ভাষা সৈনিক শামসুল হক মঞ্চ করা হয়েছে। জননেতা এম শামসুল হক ১৯৩০ সনের ২৯শে জানুয়ারী জন্ম গ্রহন করেন। ২০০৪ সনের ২৭মে তিনি মৃত্যু বরন করেন। বাংলাদেশ আওয়ামী লীগের আলোচিত রাজনীতিবিদ, ময়মনসিংহ জেলার বর্ষিয়ান জননেতা, প্রথম জাতীয় সংসদ সদস্য, দ্বিতীয় জাতীয় সংসদ সদস্য, তৃতীয় জাতীয় সংসদ সদস্য, পঞ্চম জাতীয় সংসদ সদস্য, সপ্তম জাতীয় সংসদ সদস্য এম শামসুল হক এর মৃত্যুবার্ষিকীতে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মো: মোয়াজ্জেম হোসেন বাবুল সহ নেতৃবৃন্দ বিকাল ৫টায় প্রিয়নেতা মরহুম এম শামসুল হকের কবর জিয়ারত ও পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন ও মরহুমের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া করেন। এছাড়া সামাজিক দুরত্ব বজায় রেখে তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বাদ আছর তারাকান্দা আওয়ামীলীগের কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *