মো: নাজমুল হুদা মানিক ॥ মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বনেত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কুক এর নির্দেশে এবং ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র মো: ইকরামুল হক টিটু‘র সার্বিক সহযোগিতায় সিটি কর্পোরেশন এলাকার বন্যা কবলিত এলাকা জেলখানার চর সহ বিভিন্ন এলাকায় ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক স্বপ্না খন্দকার এর উদ্যোগে ১০ আগষ্ট বিকালে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচিতে এ সময় ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক স্বপ্না খন্দকার সহ অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রায় দেড়শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এর আগেও তিনি করোনাকালীন সময়ে ও পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদ উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য ও বিভিন্ন সহায়তা প্রদান করেছেন।