স্টাফ রির্পোটার ॥ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনপ্রিয় মেয়র মো: ইকরামুল হক টিটু‘র দেওয়া উপহার কর্মহীন দিনমজুর, অসহায়, বয়োবৃদ্ধ ব্যক্তিবর্গের নিকট খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী, আলামগীর মনসুর মেমোরিয়াল মিনটু কলেজ এর সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা, বাংলার মুখ সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রিয় কমিটির সদস্য, নাগরিক আন্দোলন সদস্য, নারী কল্যান সোসাইটি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি, দুঃস্থ অসহায় নারী শিশু স্বামী পরিত্যক্তা, মানব কল্যান পরিষদ সভাপতি, সমাজ সবিকা জেসমিন বেগম মিনু‘র উদ্যোগে সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে যেসকল ব্যক্তিবর্গ এই সহযোগিতা পাবার যোগ্য জেসমিন বেগম মিনু আন্তরিক ভাবে তাদের কাছে এই উপহার পৌছে দেওয়ার চেষ্টা করেছেন। এর মাঝে আরও অনেক মধ্যেবিত্ত ও হতদরিদ্র গরীব মহিলা রয়েছে তাদের অনেককে কথা দিয়েও দিতে পারেননি এই জন্য তিনি দুঃখিত হয়েছেন। তিনি মসিক মেয়র ইকরামুল হক টিটু ভাইকে ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, গরীবদের মাঝে উপহার দেওয়ার জন্য মেয়র টিটু ভাই আমাকে সহোযোগিতা করেছেন। জনপ্রিয় মেয়র টিটু ভাই এর সার্বিক সহায়তায় আবার চেষটা করবো তাদের মাঝে উপহার তুলে দিতে। মেয়র সাহেবের মাধ্যমে জনগনের কাজ করতে পেরে আমি নিজেও অনেক আনন্দিত, অনেক গবিত। অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশেনের জননন্দিত মেয়র মানবতার অগ্রদুত মেয়র ইকরামুল হক টিটু ভাইয়ের জন্য। রোজা রেখে মেয়র সাহেব উনার লোকজন দিয়ে উপহার সামগ্রী কষ্ট করে আমার বাসায় পৌছে দিয়েছে। করোনা পরিস্থিতিতে জীবনবাজি রেখে আন্তরিকতা ও দ্বায়িত্বশীলতার সাথে কাজ করায় একজন ভাল মানুয মেয়র টিটু ভাই এর জন্য দোয়া রইলো । পাশাপাশি মঙ্গল কামনা করছি সকল মানবজাতীর । ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র টিটু ভাই এর আহবানে সবাই নিজ গৃহে থাকুন। নিজে বাচুঁন। অপরকে বাচাঁন। ঘর থেকে বের হয়ে নিজের, পরিবারের এবং দেশের মানুষকে বিপদের দিকে ঠেলে দেবেন না। মহান আল্লাহ পাক করোনা ভাইরাস সহ সকল প্রকার বিপদ থেকে আমাদের বিশ্ব মানবজাতীকে সবাইকে হেফাজত করুন, আমিন। জয় বাংলা। জয় হোক মানবতার। শৈরচারী এরশাদ বিরোধী আন্দোলন ও বি এন পি জামাতের আমালের একজন দুঃসাহসিক রাজপথের লড়াকু সৈনিক জেসমিন বেগম মিনু। রাজনৈতিক সামাজিক মিছিল মিটিং সমাবেশ সহ আওয়ামীলীগের সকল প্রকার নিবাচনী প্রচারনা, সাংস্কৃতিক, সমাজসেবা মুলক কাজে অংশ গ্রহন করে থাকেন। মহিলাদের সংগঠিত করে মহিলা আওয়ামীলিগের কাজ করে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন