মো: নাজমুল হুদা মানিক ॥
ময়মনসিংহ মেডিকেল কলেজ কেন্দ্রে ৮ মার্চ বেলা ১১টায় করোনা ভাইরাস ভ্যাক্সিনের ২য় ডোজ উদ্বোধন করা হয়েছে। ৮টি বুথের মাধ্যমে মচিমহায় ২য় ডোজ টিকা প্রদান করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে মহামারী করোনা পরিস্থিতি মোকাবিলা করার লক্ষ্যে ২য় ডোজ টিকা গ্রহণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার মোহাম্মদ ফজলুল কবির, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাদেক খান মিল্কি টজু, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিরন চৌধুরী, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট বিকাল রায়, ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালাম, বিএমএ ময়মনসিংহ শাখার সভাপতি ডা: মতিউর রহমান ভুইয়া, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারন সম্পাদক বাবুল হোসেন প্রমুখ। উদ্বোধনের সময় মেয়র টিটু বলেন, করোনা ভ্যাক্সিনের ২য় ডোজ সুষ্ঠুভাবে প্রদানের সম্পূর্ণ প্রস্তুতি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের রয়েছে।
একাধিক কেন্দ্র ও বুথ স্থাপন, টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইন এবং করোনা ভ্যাক্সিন রেজিস্ট্রেশন সহায়তা কেন্দ্রের মাধ্যমে করোনা ভ্যাক্সিনেশনের কার্যক্রম জোরদার রয়েছে। মেয়র করোনা ভাইরাস সংক্রমণ রোধে সিটি কর্পোরেশন গৃহীত নানা পদক্ষেপ যেমন সচেতনতা ও মাস্ক ক্যাম্পেইন, জীবানুনাশক দ্বারা গুরুত্বপূর্ণ সড়ক ধৌতকরণ, ভ্রাম্যমাণ আদালতসহ সরকারের ১৮ দফা বাস্তবায়নে নানা কার্যক্রমকে তুলে ধরেন এবং নাগরিকদের উদ্দেশ্যে আহবান রেখে বলেন, আপনারা ঘরে থাকুন, করোনা ভাইরাস বিস্তার রোধে সরকারের নির্দেশনা মেনে চলুন। সামগ্রিক এবং সকলের সচেতনতা ছাড়া করোনা ভাইরাসের বিস্তার রোধ করা সম্ভব নয়। পরবর্তীতে মেয়র ময়মনসিংহ মেডিকেল কলেজ করোনা টিকাদান কেন্দ্রের বুথসমূহ পরিদর্শন করেন। এ সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ফজলুল কবির, ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. চিত্তরঞ্জন দেবনাথ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. রেডাউর রহমান খান, নগর পরিকল্পনাবিদ মানষ বিশ্বাস, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।