মো নাজমুল হুদা মানিক ॥
নব্বইয়ের গনঅভ্যুত্থানের আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ ফিরোজ জাহাঙ্গীর দিবস ময়মনসিংহে পালিত হয়েছে। ২৮ নভেম্বর শহীদ ফিরোজ জাহাঙ্গীর দিবস পালন উপলক্ষে সকাল ৯টায় পুষ্পস্তবক অর্পণ করেন ৯০ এর আন্দোলনের সাবেক ছাত্র নেতৃবৃন্দ। এ সময় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা কমিউনিষ্ট পার্টি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এডভোকেট এমদাদুল হক মিল্লাত, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিলু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, এম এ কুদ্দুস, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম চুন্নু, জাসদ নেতা ও কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, সাংস্কৃতিক সংগঠক এডভোকেট আব্দুল মোতালেব লাল, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর বাশার ভাষানী, আওয়ামী লীগ নেতা প্রদীপ ভৌমিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি অধ্যক্ষ মিনার, সাবেক ছাত্র লীগের নেতা ও সাংবাদিক আজগর হোসেন রবিন, জাসদ নেতা আমিনুল ইসলাম আমিন, যুব লীগের নেতা আতাবুর রহমান জনি, ১৪ নং ওয়ার্ড যুব লীগের নেতা জাহাঙ্গীর আলম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।