মো: নাজমুল হুদা মানিক ॥
মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে ও উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে ১৪ জুলাই বিকাল ৫টায় কর্মহীন, অসহায় ও দুস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ^াস। ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের উপস্থিপনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিরন চৌধুরী, ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সহসভাপতি শংকর সাহা প্রমুখ। পরে ময়মনসিংহের বিভিন্ন মার্কেটের ১ হাজার দোকান কর্মচারীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরন করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেয়ে দোকান কর্মচারীরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।