রংপুর প্রতিনিধি॥
রিপোর্টার্স ক্লাব রংপুর এর দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭টি পদে প্রাথমিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল শুক্রবার বিকেল পৌনে ছয়টায় ক্লাব কার্যালয়ে নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল কাদের মজুমদার নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন। এসময় নির্বাচন কমিশনের সদস্য সচিব অ্যাডভোকেট শফিকুল ইসলাম মুকু ও সদস্য নুরুল ইসলাম ও ক্লাবের আহবায়ক কমিটির সদস্য সচিব এনামুল হক উপস্থিত ছিলেন।
এদিকে কমিশন ঘোষিত প্রার্থীদের চূড়ান্ত তালিকায় সভাপতি পদে দৈনিক ইনকিলাব এর রংপুর প্রতিনিধি আব্দুল হালিম আনছারী, সিনিয়র সহ সভাপতি সাপ্তাহিক তুফান এর সম্পাদক অধ্যাপক মোজাফফর হোসেন, সহ সভাপতি মোহনা টেলিভিশন এর রংপুর বিভাগীয় প্রতিনিধি শফিউল করিম শফিক, সাধারণ সম্পাদক পদে একাত্তর টেলিভিশন এর রংপুর ব্যুরো চিফ শাহ্ বায়েজীদ আহমেদ, দপ্তর সম্পাদক দৈনিক যুগের আলোর স্টাফ ফটো সাংবাদিক আসাদুজ্জামান আফজাল, প্রচার সম্পাদক এশিয়ান টেলিভিশনের রংপুর প্রতিনিধি বাদশাহ্ ওসমানী ও সাহিত্য-সাংষ্কৃতিক সম্পাদক পদে দৈনিক দাবানল এর স্টাফ রিপোর্টার হারুন-উর-রশিদ সোহেল প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। কমিশনের চেয়ারম্যান আব্দুল কাদের মজুমদার বলেন, ১৫টি পদে ২৩ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন। এর মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭টি পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে। বাকি চারটি পদে ১৩ জন প্রার্থী নির্বাচন করছেন। আগামী ১১ আগষ্ট শুক্রবার বিকেল তিনটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।