রংপুর প্রতিনিধি.
রংপুরের তারাগঞ্জে বালু বোঝাই ট্রলির চাপায় মা-ছেলে ও পীরগঞ্জে বাস উল্টে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার তারাগঞ্জ-কিশোরগঞ্জ সড়কের কেল্লাবাড়িতে এবং পীরগঞ্জ উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের লালদীঘি নামক স্থানে এ দুটি দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, তারাগঞ্জ বাজার থেকে ব্যাটারিচালিত ভ্যানে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামের হাসান উদ্দিনের স্ত্রী রাশেদা বেগম (৩০) ও দেড় বছরের ছেলে সন্তান সিফাত বাড়ি ফিরছিল। পথে তারাগঞ্জ-কিশোরগঞ্জ সড়কের কেল্লাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক হতে আসা বালু বোঝাই ট্রলি ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান আরোহী মা ও ছেলে পাকা সড়কে ছিটকে পড়ে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, মরদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ট্রলিটি আটক করা হয়েছে।অপরদিকে, রংপুরের পীরগঞ্জ উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের লালদীঘি নামক স্থানে যাত্রীবাহী বাস উল্টে সামছুর রহমান নামে এক ব্যক্তি নিহত ও ১০ জন আহত হয়েছেন।আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, রংপুর থেকে ঢাকাগামী ঋতু পরিবহনের একটি বাস উল্লেখিত এলাকায় পৌঁছালে সামনের চাকা পাংচার হয়ে বাসটি নিযন্ত্রণ হারায়। এতে বাস উল্টে ঘটনাস্থলে সামছুর রহমান নামে এক পথচারী নিহত হন। বাসটি উল্টে রাস্তা থেকে নিচে পড়ে যাওয়ায় অন্তত ১০ জন বাসযাত্রী আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।