রংপুর প্রতিনিধি.
রংপুরের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মনিরা খাতুন নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সোমবার সকালে পীরগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের জামতলা কলার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরা সদর ইউনিয়নের রামপুরা গ্রামের মাহাবুব হোসেনের মেয়ে এবং পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। প্রতক্ষ্যদশীরা জানান, সকালে বাড়ি থেকে বেরিয়ে অটোরিকশায় করে পরীক্ষা কেন্দ্র কছিমন নেছা মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ে যাওয়ার সময় জামতলা কলারমোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে মনিরা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, সকালে সড়ক দুঘটনায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।