মৌলভীবাজার প্রতিনিধিঃ রাজনগর উপজেলার ১নং ফতেপুর ইউনিয়নের কাউয়াদিঘী হাওর পারের অন্তেহরী, কাদিপুর, জগৎপুর, চালবন্দ, শাহবাজপুর সহ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ রয়েছেন পানিবন্দী। সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন গ্রামগুলোর হাজার হাজার মানুষের যাতাযাতের একমাত্র ভরসা নৌকা। কিন্তু বেশীরভাগ পরিবার দরিদ্র সীমার মধ্যে বসবাস করায় নৌকা কেনার সামর্থ নাই তাদের। তাই পানি বন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা । সরজমিনে পরিদর্শন কালে দেখা যায়, অন্তেহরি বাজার পানিতে তলিয়ে যাবার কারনে সবকটি ব্যবসা প্রতিষ্টান বন্ধ। বৈশাখ মাসে সমস্ত বোরো ফসল হারিয়ে যখন গ্রামের মানুষ দিশেহারা ঠিক তখনই নতুন করে বন্যায় মানুসের চলাচলের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছেন খেটে খাওয়া মানুস। ফতেপুর ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাশের সার্বক্ষণিক নজরদারিতে এবারে কিছু কিছু গ্রামের রাস্তায় মাটি ভরাটের কাজ হলেও তা বেশীর ভাগই তলিয়ে গেছে পানির নীচে।ইউনিয়নের প্রানকেন্দ্র মোকামবাজার থেকে শুরু হওয়া মুনিয়ার পার রাস্তায় এ বছর মাঠি ভরাটের কাজ হয়েছে।সময়মত মাঠি ভরাটের কাজ সম্পন্ন না হওয়ায় যেটুকু ভরাট হয়েছে,তা এখন পানিতে তলিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।এ রাস্তা দিয়ে প্রতিদিন মুনিয়ার পার,ফতেপুর,শাহবাজপুর সহ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুসজন সহ স্কুল-কলেজের হাজার হাজার ছাত্র/ছাত্রী চলাচল করেন।কিন্তু রাস্তা পানির নীচে তলিয়ে যাবার কারনে এখন কার্যত পানি বন্ধী হয়েছেন সবাই। রাস্তাটি পুণং নির্মাণে স্থানীয় জেলা প্রশাসন সহ উপজেলা প্রশাসনের কাছে একালাবাসী জোর দাবী