ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার গলুয়া দুর্গাপুর আদর্শ ফোরকানিয়া নুরানী মাদ্রাসার নতুন ভবনের পূর্ব পাশে ফাঁকা জায়গায় বিক্রয় করার সময় এক কেজি গাজাসহ একাধিক মার্ডার মামলার আসামী গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ঝালকাঠি ডিবি পুলিশের অভিযানে পুটিয়াখালির মৃত লতিফ খার পুত্র মো: রুস্তুম খা (৫০) কে আটক করা হয়। ঝালকাঠি গোয়েন্দা শাখার ইন্সপেক্টর অব পুলিশ মো: মেহেদী হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া ১কেজি গাজাসহ ধৃত করেন।
ঝালকাঠি গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুজ্জামান জানান, “পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় আমার তত্ত্বাবধানে ইন্সপেক্টর মো: মেহেদী হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের পাইয়া অভিযান পরিচালনা করে হত্যা, অপহরণ ও চুরিসহ ৮ মামলার আসামী মো: রুস্তুম খাকে এক কেজি গাজাসহ আটক করতে সক্ষম হয়।
এ ব্যাপারে এসআই সুবর্ণ চন্দ্র দে বাদী হয়ে রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।