কুড়িগ্রাম প্রতিনিধিঃ ঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলাধীন তিস্তা নদী ভাঙ্গন কবলিত চরাঞ্চলে ইকো বাংলাদেশ কর্তৃক শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও অসহায় ও দরিদ্র মানুষের সাহায্যে হাত বাড়িয়েছে ইকো বাংলাদেশ। বুধবার সকাল ১১ টায় ঘড়িয়ালডাঙ্গা ইউপির চর গতিয়াশাম নদী ভাঙ্গন এলাকায় ৩৫০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরে তাসনিম,স্থানীয় ইউপি সদস্য মো: শহিদুল ইসলাম, ইকো বাংলাদেশ, বনানী-ঢাকা এর ফিল্ড অফিসার মো: মোতাহার হোসেন, মো: ফজর আলী প্রমুখ।