কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজারহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে আজকে শনিবার ১০ এপ্রিল ২০২১ ইং সকালে এ উদ্বোধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার জনাবা নুরে তাসনিম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জনাব জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, আ.খ.ম. আক্তারুজ্জামান আবুনুর, প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, জনাব, মনিরুজ্জামান সরকার, রাজারহাট প্রসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহ সাংবাদিকবৃন্দ।
বর্ণাঢ্য র্যালি শেষে ফায়ার স্টেশন প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপরিচালক জনাব মোঃ ওহিদুল ইসলাম এবং
সকল ফায়ারম্যান, গণমাধ্যম ব্যাক্তি, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় ও ফায়ার পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ।
বর্তমান রাজারহাট ফায়ার সার্ভিস অফিসে কর্মরত আছেন, ১ জন স্টেশন লিডার নুরহোসেন, এক জন অফিসার, এক জন সাব অফিসার, একজন ড্রাইভার, ১৬ জন ফায়ার ম্যান, দুই জন বাবুর্চি এবং একটি গাড়ি(প্রথম কল) সহ একটি টানা গাড়ী (২য় কল) উপজেলা ফায়ার সার্ভিস অফিসে যোগাযোগ নাম্বার সহ উল্লেখ করা হলো- ০১৭৫০-০০১৮২৫.