রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি
রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের জাউনিয়ারচর পূর্ব জালচিরা পাড়া গ্রামের হবিবর রহমান ওরফে হবি’র বসতবাড়ি থেকে ৩৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে থানা পুলিশের একটি দল ।
গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ভোর রাতে রাজীবপুর থানা পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে ৩৩ বোতল ভারতীয় অফিসার চয়েস ব্রান্ডের মদের বোতল উদ্ধার করে।এসময় মাদক ব্যবসা করার অপরাধে দুই জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন হবিবর রহমান ওরফে হবি(৫২)তার পিতার নাম আলহাজ্ব বেলায়েত হোসেন অপর আটককৃত হবি’র পুত্র সুমন (১৯)।
এঘটনায় রাজীবপুর থানায় এসআই গোলক চন্দ্র বর্ম্মণ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত পিতা পুত্রের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নবিউল হাসান বলেন,আটককৃত দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।