রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি

প্রাধানমন্ত্রী কার্যালয়ের উদ্যোগে আশ্রয়ণ ২ প্রকল্পের অগ্রগতি বিষয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার রাজীবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। রাজীবপুর উপজেলা নির্বাহী অফিসার নবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ হাফিজুর রহমান।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো, আ’লীগ সভাপতি আব্দুল হাই সরকার,সাধারণ সম্পাদক শফিউল আলম,এসিল্যান্ড গোলাম ফেরদৌস, ইউপি চেয়ারম্যান ও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ প্রমুখ।

সভায় মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ভূমি ও গৃহহীন পূর্ণবাসন প্রকল্পের বাস্তবিক অগ্রগতির বিষয়ে বর্ণনা করেন উপজেলা নির্বাহী অফিসার নবিরুল ইসলামে। এসময় তিনি বলেন জমি অধিগ্রহণ এবং সুবিধাভোগী পরিবার নির্বাচন করা হয়েছে।এই প্রকল্পের আওতায় উপজেলার ৩০০ টি পরিবার নতুন ঘর পাবে বলেও জানা তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন