রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি
ঢাকা থেকে কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার দুরত্ব সড়ক পথে প্রায় ৩০০ কিলোমিটার।মানবসেবা করতে ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাজীবপুর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষকে এাণ দিতে এসেছে ঢাকার মিরপুর ৭ নং ওয়ার্ডের ‘এইচ ক্লাব সহ ১৩ টি’ সামাজিক সংগঠন। আজ রবিবার উপজেলার নদী বিচ্ছিন্ন কোদালকাটি ইউনিয়নে বন্যার্ত ৫০০শ পরিবারের মাঝে এাণ বিতরণ করেছে সংগঠনগুলি।
এাণ বিতরণে সার্বিক সহযোগিতা করেন রাজীবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিউল আলম। কোদালকাটি ইউনিয়নের বিভন্ন গ্রামে এাণ বিতরণে উপস্থিত ছিলেন,কোদালকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর ছক্কু,ও স্থানীয় সুধিজন প্রমুখ।
এাণের তালিকায় ছিল চাল,ডাল,তেল,চিড়া,সাবান,স্যালাইন,ঔষধ,লবন,গুড়,ম্যাচ ও মোমবাতি।শুকনো খাবার।এাণ পেয়ে পাখিউড়া গ্রামের রহিজ উদ্দিন(৬০) বলেন,বানের পর থিকা কাম কাজ নাই খাওনের খুব কষ্ট আইজকা রিলিফ পাইছি কয়েকদিন আর খাওনের চিন্তা নাই।
এইচ ক্লাব এর সভাপতি আজমল করিম,হিড়িক এর আব্দুল ওয়ালিদ সুজন,অগোচড় এর সভাপতি জিতু,দুড়ন্ত পথিক এর রাজিব এর সাথে এাণ বিতরণে সময় কথা হলে তারা বলেন, মানুষ মানুষের জন্য,পত্র পত্রিকা টেলিভিশন চ্যানেল গুলোতে কুড়িগ্রামের বন্যা দুর্গত মানুষের কষ্ট দেখতাম।তারপর সিন্ধান্ত নিলাম আমরা বন্যা দুর্গত দের জন্য কিছু করব।পরে আমাদের মাঝে আলোচনা করে সিন্ধান্ত নিয়ে রাজীবপুর উপজেলা সিলেক্ট করি।তারপর উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিউল আলম এর সাথে আমাদের য়োগাযোগ হয়।তিনি আমাদের এই উদ্যোগে সহযোগিতা করেছেন।ভবিষ্যতে দেশের দুর্যোগ কালীন সময়ে মানুষের প্রতি তাদের সহযোগিতা করার চেষ্টা অব্যহত থাকবেন বলে জানান তারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন