সজল, রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি

ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে রাজীবপুর উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে “ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা ” সভায় রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজীবপুর থানার ওসি (তদন্ত) আতাউর রহমান, রাজীবপুর প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক, সহিজল ইসলাম সজল, যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদুল ইসলাম মুরাদ, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুজন মাহমুদ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকার গঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

উক্ত অনুষ্ঠানে বক্তব্যে ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন তৎকালীন ঝিনাইদহের সাব-ডিভিশনাল অফিসার মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে নবগঠিত সরকারকে ঐতিহাসিক গার্ড অব অর্নার প্রদান করেন।

উল্লেখ্য, আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের এই দিনে তখনকার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ নেয়। পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অনুমোদিত হয়। পরে এই বৈদ্যনাথতলাকে ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *