রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি

দেখতে অনেকটাই ফুলের গাছের মত প্রতিবেশীরাও জানতো উন্নত জাতের গাঁদা ফুলের গাছ ! তবে হঠাৎ পুলিশের অভিযানে বেড়িয়ে আসলো আসল ঘটনা গাঁদা ফুলের গাছ নয় ওগুলো আসলে গাঁজার গাছ।

নিজ বাড়িতে নিষিদ্ধ গাঁজা চাষ করার অপরাধে ইসমাইল হোসেন(৪৫) নামের একজনকে আটক করেছে রাজীবপুর থানা পুলিশের একটি দল।আটককৃতের পিতার নাম মৃত এফাজ উদ্দিন।

শুক্রবার(২০ আগষ্ট) বিকেলের দিকে উপজেলার সদর ইউনিয়নের মদনের চর গ্রামে নিজ বাড়ি থেকে ৪ টি গাঁজা গাছসহ তাকে আটক করা হয়।

রাজীবপুর থানা সূত্রে জানা গেছে,এসআই আরমান, সামসুল আলম ও এএসআই নুর সাদেকসহ আরও কয়েকজন পুলিশ সদস্য গোপন সংবাদের ভিত্তিতে ইসমাইলের বাড়িতে অভিযান পরিচালনা করে।এসময় ইসমাইল বাড়িতে অবস্থান করছিলো।তাকে আটকের পর বাড়িতে রোপনকৃত গাঁজা গাছের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

পরে ৪ টি গাঁজা গাছ উদ্ধারসহ তাকে আটক করে থানায় আনা হয়।উদ্ধারকৃত একেকটি গাছের উচ্চতা প্রায় ১০ থেকে ১২ ফিট।

রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মোজাহারুল ইসলাম বলেন,আটককৃত ইসমাইলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল শনিবার তাকে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *