রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি
রাজীবপুর উপজেলার সদর ও কোদালকাটি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে ছাত্রলীগের উপজেলা কমিটির সভাপতি খায়রুল ইসলাম ও সাধারণ সম্পাদক বায়েজীদ ইসলাম বিজয় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
দুটি পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় রাজীবপুর উপজেলার সদর ও কোদালকাটি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।এবং এই দুই ইউনিয়ন শাখার নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের আগামী ১০ কার্যদিবসের মধ্যে জীবনবৃত্তান্ত আহ্বান করা হলো।
উপজেলা ছাত্রলীগ সভাপতি খাইরুল ইসলাম বলেন,আগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংগঠনের গতিশীলতা রক্ষায় ত্যাগি ও দক্ষ নেতৃবৃন্দের হাতেই ইউনিয়ন কমিটির দায়িত্ব দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।