সহিজুল ইসলাম সজল,রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি 
রাজীবপুর উপজেলায় গোয়াল ঘরে আগুন দিয়ে গর্ভবতী একটি গাভি সহ তিনটি গরু পুড়িয়ে মারার অভিযোগ পাওয়া গেছে।বুধবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের জাউনিয়ারচর গ্রামের কৃষক মজিবর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। 
আগুনে মজিবর রহমানের তিনটি গাভী গোয়াল ঘর এবং রান্না ঘর সম্পূর্ণভাবে পুরে ভীষ্মভূত হয়ে যায়। এতে তার প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।এ বিষয়ে মজিবর রহমান বাদি হয়ে রাজীবপুর থানায় আজ বৃহস্পতিবার ৬ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছে।থানায় লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের শফি আলমের সাথে মজিবর রহমানের জমি সংক্রান্ত বিরোধ আছে।বিষয়টি নিয়ে আদালতে মামলা করা হলে সম্প্রতি জামিনে বেরিয়ে এসে মজিরব রহমানকে শফি আলম বিভিন্ন ভাবে হুমকি দিত মামলা তুলে নেওয়ার।মামলা তুলে না নেওয়ায় বুধবার দিবাগত রাতে পরিকল্পিত ভাবে মজিবর রহমানের গোয়াল ঘরে আগুন দেয়। এসময় তাদের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলেও আগুন নেভাতে ব্যার্থ হয়। আগুনে দুটি গাভি গোয়াল ঘর এবং একটি রান্না ঘর সম্পূর্ণভাবে পুরে যায়।
পরে মজিবর রহমান বাদি হয়ে, শফি আলম(৫০),গোলাম হোসেন (৪৬),মো শফি(৪০), রাসেল মিয়া(২০),নুরুল আমিন(২৪) এবং মোতাহার আলীর নাম উল্লেখ করে রাজীবপুর থানার লিখিত অভিযোগ দাখিল করেছে। 
গরু পুড়িয়ে মারার অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কথা বলতে রাজি হয়নি।তবে তাদের স্বজনরা জানিয়েছেন বিষয়টি সম্পূর্ণ সাজানো।নিজেরাই আগুন দিয়ে অন্যের নামে থানায় অভিযোগ দিয়েছে মজিবর রহমান। 

লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মোর্শেদ তালুকদার বলেন, বিষয়টি সরেজমিন তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 
                        

                   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *