রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি

রাজীবপুরে উপজেলা শহরের বড়াইডাঙ্গী স’মিল মোড় সংলগ্ন এলাকার একটি বাসায় টাকা দিয়ে জুয়া খেলার সময় শিক্ষকসহ ৫ জন’কে আটক করেছে রাজীবপুর থানার পুলিশ সদস্যরা।

বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ওই ৫ জন জুয়াড়িকে আটক করা হয়।এসময় জুয়া খেলার কাজে ব্যবহৃত তাস ও নগদ ৬৩ হাজার ১৪০ টাকা জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন ওই বাসার মালিক সুরুজ্জামান (৫০),শিবেরডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ জামান(৪৮),বড়াইডাঙ্গী গ্রামের সিরাজুল ইসলাম(৪০),রাজীবপুর মডেল সরকার পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবুল ইসলাম এবং বড়াই ডাঙ্গী গ্রামের আবু তালেব(৫০)।

এসময় আরিফুল ইসলাম বাবু(৫০) নামের আরও একজনকে পুলিশ আটক করলেও তাকে ছেড়ে দেওয়া হয়।তাকে আটকের পর ছেড়ে দেওয়ার বিষয়ে পুলিশ বলছে বাবুকে ঘটনাস্থল নয় তার পাশে থেকে সন্দেহ মূলক ভাবে ধরে আনা হয়েছিলো।থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে তার কোন অপরাধ না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুরুজ্জামান এর বাড়িতে দীর্ঘদীন থেকে নিয়মিত জুয়ার আসর বসত। বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যানের ঘনিষ্ঠ হওয়ায় স্থানীয়রা এর প্রতিবাদ করার সাহস পেতো না।সুরুজ্জামান এর ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক আইডি বিশ্লেষণ করেও উপজেলা চেয়ারম্যানের সাথে বিভিন্ন অনুষ্ঠানে তার ঘনিষ্ঠতার ছবি পাওয়া গেছে।তবে শেষ রক্ষা হয় নি সুরুজ্জামানের পুলিশের হাতে জুয়া খেলার সময় আটক হলেন তিনি।দুই জন শিক্ষকসহ ৫ জনকে জুয়া খেলার সময় আটকের বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়েছে উপজেলার জনসাধারণের মাঝে।

এ বিষয়ে রাজিবপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম জানান,আটককৃত ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ শুক্রবার(২০ আগষ্ট) কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।রাজীবপুর উপজেলাকে মাদক ও জুয়া মুক্ত করতে আগামীতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *