সজল,রাজীবপুর (কুড়িগ্রাম)প্রতিনিধি
কুড়িগ্রামের রাজীবপুর ধর্ষক আ’লীগ নেতা মাে. সিরাজদ্দৌলার ফাঁসির দাবিতে বিক্ষােভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসি। ধর্ষকের বিরুদ্ধে এলাকাবাসি বিক্ষােভ মিছিল নিয়ে উপজেলা শহর প্রদক্ষিন শেষে সুপার মার্কেটের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে ওই কর্মসূচী শেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা সাইদুর রহমান, জুয়ল আহমদ, এলাকাবাসি আল্পনা খাতুন, নুরুনবী ও নির্যাতিত কিশােরী সােনিয়া খাতুন প্রমুখ। কর্মসূচীতে অভিযুক্ত ধর্ষকের ফাঁসির দাবি জানানাে হয়।
উল্লেখ্য যে, উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বিশিষ্ট রাসায়নিক সার ব্যবসায়ি বড়াইডাঙ্গী গ্রামের মাে. সিরাজদ্দৌলা (৪৭) দরিদ্র ঘরের সােনিয়া খাতুন (১৯) নামের এক কিশােরীকে জােরপূর্বক ধর্ষণ করে। একাধিকবার ধর্ষণে এক পর্যায়ে সােনিয়া অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি ফাঁস হয়ে যায়। এ অবস্থায় জুন মাসের ১ তারিখ রাজীবপুর থানায় মামলা দায়ের করা হয়। গত মাসে নির্যাতিতর কােলে ছেলে সন্তান জন্ম গ্রহণ করে।সন্তানের নাম রাখা হয় রোকনুদ্দৌলা।