রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি

রাজীবপুরে মা ও শিশুর পুষ্টি উন্নয়ন বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার রাজীবপুর উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বেসরকারী উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশীপ এর উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,ফ্রেন্ডশিপের ঢাকা অফিসের এসএম শাফিকুর রহমান( টিমলিডার) আলী আব্দুল্লাহ ( সিনিয়র প্রকল্প সমন্বয়কারী কুড়িগ্রাম), স্বপন বর্মন (সহকারী প্রকল্প সমন্বয়কারী চিলমারী), ও কাজী কামরুজ্জামান (প্রজেক্ট অফিসার রাজীবপুর) প্রমুখ।

বেসরকারী উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ বিভিন্ন চরাঞ্চলে স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে থাকে। শিশুর পুষ্টিহিনতা, গর্ভবতী মা, প্রসুতিদের স্বাস্থ্য ঝুঁকি গর্ভবতী মায়ের নিরাপদ প্রসব সহ বিভিন্ন ধরনের রোগের প্রাথমিক স্বাস্থ্য সেবা দিয়ে থাকেন বলে সভায় জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *